আঞ্চলিক বর্তা সংস্থা, বাংলাদেশ বেতার, রাজশাহীর তথ্যাদি
১। দেশের উত্তরাঞ্চলের মানুষের সাহিত্য সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে ১৯৫৪ সালে রাজশাহী শহরের পূর্ব দক্ষিণ প্রান্তে কাজলার আনসার ক্লাবে স্থাপন করা হয় এক কিলোওয়াট শক্তি সম্পন্ন ট্রান্সমিটার। এরও আগে শহরের পশ্চিম প্রান্তে কাজীহাটায় ই.পি.আর ক্যাম্প মাঠে ( বর্তমান টি.ভি. স¤প্রচার উপকেন্দ্র) ট্রাকের উপর স্থাপিত ট্রান্সমিটার দিয়ে পরীক্ষা মূলক অনুষ্ঠান প্রচার করা হতো। ১৯৫৬ সালে আনসার ক্লাবের ট্রান্সমিটার কাজলা কুঠিতে স্থানান্তর করা হয়। এরপর ১৯৬২ সালের ২০শে জুলাই মতিহারে স্থাপন করা হয় দশ কিলোওয়াট শক্তি সম্পূন্ন ট্রান্সমিটার। ১৯৬৩ সালের ১লা মার্চ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে রাজশাহী বেতারের অনুষ্ঠান দেশ-বিদেশের কোটি মানুষের কাছে ইথার তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এরপর ১৯৬৪ সালের ১৬ই নভেম্বর রাজশাহী বেতার কেন্দ্র লাভ করেছিল - সব দিক দিয়ে সুসম্পন্ন এক পূর্ণাঙ্গ আধুনিক বেতার ভবন।
২। (ক) ১৯৬৩ সালে যাত্রার শুরুতে রাজশাহী কেন্দ্র হতে বিকেল ৫ .৩০ মিনিটে একটি মাত্র স্থানীয় বাংলা সংবাদ প্রচার হতো। পরবর্তীতে ১৯৮৫ সালের ১লা আগষ্ট হতে সকাল ৮.১০ মিনিটে আরও ১টি স্থানীয় বাংলা সংবাদ এবং বর্তমানে ৫টি স্থানীয় বাংলা সংবাদ প্রচার হয়।
(খ) বর্তমানে এ সংস্থা হতে মোট পাঁচটি স্থানীয় বাংলা সংবাদ প্রচার হয়। তা যথাক্রমে
সকালঃ ৮.১০মি.
দুপুরঃ ১২.১০মি.
দুপুরঃ ২.০৫মি.
বিকেলঃ ৫.১০মি. এবং
সন্ধাঃ ৭.০০মি.।
(গ) মোট প্রচারিত সংবাদের সময় ২৫ মিনিট।
১৯৬৩ সালে রাজশাহী কেন্দ্র হতে বিকেল ৫.৩০ মিনিটে ৫ মিনিট স্থিতির একটি মাত্র স্থানীয় বাংলা সংবাদ প্রচার শুরু হয়। পরবর্তীতে ১৯৮৫ সালের ১লা আগষ্ট হতে সকাল ৮.১০ মিনিটে ৫মিনিট স্থিতির আরও ১টি স্থানীয় বাংলা সংবাদ এবং বর্তমানে এ কেন্দ্র হতে মোট চারটি স্থানীয় বাংলা সংবাদ প্রচার হয় । তা যথাক্রমে সকাল ৮.১০মি. , দুপুর ১২.১০মি. ,বিকেল ৪.০৫ মি. এবং সন্ধ্যা ৭.০০মি. । মোট প্রচারিত সংবাদের সময় ২০ মিনিট । রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার, রাজশাহীর আওতাধীন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস